আর যদি কোন অপরাধ করে নিরপরাধ লোকের উপর দোষ চাপায়, সে আপন স্কন্ধে কুকর্মের ও পাপের বোঝা চাপায় ৷ -সুরা নিসা, 16:122

— পবিত্র কোরআন

সন্ত্রাস

এ অরণ্যে নেমেছে সন্ত্রাস
আমরা সব দিশেহারা পাখি
আজ উড়ান ভুলে গেছি
খুঁটে খুঁটে খাই মৃত্যুশোক
মৃত্যু খেয়ে বাঁচি

অস্ত্রের গর্জন শুধু, রক্তে ভাসে হাসি
আমাদের নিরর্থ গান, অসমাপ্ত কাহিনি
আগুনের শিসে বাজে ধ্বংসের বাঁশি

ভাঙা আকাশের টুকরো, অন্ধ রজনী
আতঙ্কিত ছায়াদের আন্দোলিত ভাষা
আত্মগোপনের পথে ধর্মের প্রহারা…

কোন্ ধর্ম কিছুই বুঝিনি শুধুই যাওয়া-আসা
কৌশলী শিকারির অদ্ভুত শিকার আমরা!

তৈমুর খান

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply