- The evil that men do lives after them; the good is oft interred with their bones. [Julius Caeser]
(মানুষের কৃত খারাপ কাজ তাদের মৃত্যুর পরেও টিকে থাকে/রয়ে যায়; কিন্তু ভালো কাজকে প্রায়শই তাদের সাথেই সমাহিত করা হয়।) - I am a man more sinned against than sinning.
[King Lear] (আমি যত অন্যায় করেছি তার চেয়ে বেশি অন্যায় আমার সাথে করা হয়েছে।) - My love is richer than my tongue.”
(আমার ভালোবাসা মুখে বোঝানো সম্ভব নয়।) [King Lear] - Cowards die many times before their deaths; The valiant never taste of death but once. [Julius Caeser] (কাপুরুষেরা মরার আগে বার বার মরে; সাহসীরা একবারই মৃত্যুর স্বাদ নেয়।)
- Uneasy lies the head that wears a crown–William Shakespeare. (রাজমুকুট পরা মাথায় শান্তিতে ঘুম হয় না।অথবা, মুকুট না আগুনের ডালা।) [King Henry-4]
- There is nothing either good or bad but thinking makes it so. [Hamlet]
(ভালো বা মন্দ বলতে পৃথিবীতে কিছুই নেই কিন্তু এমন চিন্তাই/ভাবনাই কোনো কিছুকে ভালো বা মন্দ বানায়।) - Some are born great, some achieve greatness, and some have greatness thrust upon them.
[Twelfth Night]
(কিছু ব্যক্তি খ্যাতিমান হয়ে জন্মায়, কিছু ব্যক্তি খ্যাতি অর্জন করে এবং কিছু ব্যক্তির উপর খ্যাতি চাপিয়ে দেয়া হয়।) - All the world’s a stage
And all the men and women are merely players. (সমগ্র পৃথিবীটাই রঙ্গমঞ্চ এবং সকল নর-নারী কেবল কুশীলব।) [As You Like It] - Brevity is the soul of wit. [Hamlet]
(সংক্ষিপ্ততা রসিকতার/বুদ্ধির প্রাণ।
অথবা, প্রাজ্ঞ লোকেরা কম কমা বলেন) - There are more things in heaven and earth, Horatio, than are dreamt of in our philosophy.
[Hamlet] (হোরাশিও, আমাদের সুদূর কল্পনাতেও যা ভাবতে পারি না, তার চেয়েও বেশি কিছু স্বর্গ ও পৃথিবীতে আছে।)
এই উক্তিটি মানুষের জ্ঞান বা চিন্তার চিন্তার সীমাবদ্ধতা নির্দেশ করে। - Sweet are the uses of adversity. (As You Like It)
(দুঃখের প্রয়োজনীয়তা মধুর। অথবা, বিপর্যয় অভিশাপ নয়, আশির্বাদ) - The miserable have no other medicine but only hope. [Measure for Measure] (কেবল আশা ছাড়া হতভাগ্যদের আর কোনো ঔষুধ/তাবিজ নাই।)
- To be, or not to be; that is the question. [Hamlet]
[ঠিক হবে নাকি হবে না; সেটাই তো প্রশ্ন)
এই উক্তিটির দ্বারা Hamlet এর সিদ্ধান্তহীনতার বহিঃপ্রকাশ ঘটেছে। Shakespeare এর Hamlet এ বিবৃত এই বিখ্যাত উক্তিটি হচ্ছে সবচেয়ে পরিচিত soliloquy এর উদাহরণ। - Veni, Vidi, Vici. [Julius Caeser]
(আসলাম, দেখলাম, জয় করলাম।) - Frailty, thy name is woman. [Hamlet]
(ভঙ্গুরতা, তোর নামই নারী। = নারীর অপর নাম ভঙ্গুরতা) - Better three hours too soon than a minute too late. [The Merry Wives of Windsor ]
এ উক্তি দ্বারা দেরিতে পৌঁছানোর নেতিবাচকতা তুলে ধরা হয়েছে। - There is a divinity that shapes our ends.
(ভাগ্যই/কোনো ঐশ্বরিক শক্তিই আমাদের লক্ষ্য/পরিণতি নির্ধারণ করে দেয়) এই view (দৃষ্টিভঙ্গি) ব্যক্ত হয়েছে Hamlet নাটকে। - Corruption wins not more than honesty.
(দুর্নীতি সততার চেয়ে বেশি কিছু অর্জন করতে পারে না) - Conscience does make cowards of us all.
(বিবেক আমাদের আমাদের সবাইকে ভীতু বানায়) - Our enemies are outward consciences.
(আমাদের শত্রুরা আমাদের প্রকাশ্য বিবেক মানে শত্রুরা আমাদেরকে সদা সতর্ক রাখে) - Some rise by sin and some by virtue fall.
[Measure for Measure]
(পাপে কারো উত্থান হয় আর পূণ্যে কারো পতন হয় অর্থাৎ অন্যায় করেও কেউ লাভবান হয় আর সৎ থেকেও/থাকায় কারো ক্ষতি হয়)
What’s your Reaction?
+1
1
+1
+1
+1
+1
+1
+1