ফাল্গুনে শুরু হয় গুনগুনানী, ভোমরাটা গায় গান ঘুম ভাঙানি

— – ফররুখ আহমেদ

William Shakespeare এর কিছু উক্তি

  1. The evil that men do lives after them; the good is oft interred with their bones. [Julius Caeser]
    (মানুষের কৃত খারাপ কাজ তাদের মৃত্যুর পরেও টিকে থাকে/রয়ে যায়; কিন্তু ভালো কাজকে প্রায়শই তাদের সাথেই সমাহিত করা হয়।)
  2. I am a man more sinned against than sinning.
    [King Lear] (আমি যত অন্যায় করেছি তার চেয়ে বেশি অন্যায় আমার সাথে করা হয়েছে।)
  3. My love is richer than my tongue.”
    (আমার ভালোবাসা মুখে বোঝানো সম্ভব নয়।) [King Lear]
  4. Cowards die many times before their deaths; The valiant never taste of death but once. [Julius Caeser] (কাপুরুষেরা মরার আগে বার বার মরে; সাহসীরা একবারই মৃত্যুর স্বাদ নেয়।)
  5. Uneasy lies the head that wears a crown–William Shakespeare. (রাজমুকুট পরা মাথায় শান্তিতে ঘুম হয় না।অথবা, মুকুট না আগুনের ডালা।) [King Henry-4]
  6. There is nothing either good or bad but thinking makes it so. [Hamlet]
    (ভালো বা মন্দ বলতে পৃথিবীতে কিছুই নেই কিন্তু এমন চিন্তাই/ভাবনাই কোনো কিছুকে ভালো বা মন্দ বানায়।)
  7. Some are born great, some achieve greatness, and some have greatness thrust upon them.
    [Twelfth Night]
    (কিছু ব্যক্তি খ্যাতিমান হয়ে জন্মায়, কিছু ব্যক্তি খ্যাতি অর্জন করে এবং কিছু ব্যক্তির উপর খ্যাতি চাপিয়ে দেয়া হয়।)
  8. All the world’s a stage
    And all the men and women are merely players. (সমগ্র পৃথিবীটাই রঙ্গমঞ্চ এবং সকল নর-নারী কেবল কুশীলব।) [As You Like It]
  9. Brevity is the soul of wit. [Hamlet]
    (সংক্ষিপ্ততা রসিকতার/বুদ্ধির প্রাণ।
    অথবা, প্রাজ্ঞ লোকেরা কম কমা বলেন)
  10. There are more things in heaven and earth, Horatio, than are dreamt of in our philosophy.
    [Hamlet] (হোরাশিও, আমাদের সুদূর কল্পনাতেও যা ভাবতে পারি না, তার চেয়েও বেশি কিছু স্বর্গ ও পৃথিবীতে আছে।)
    এই উক্তিটি মানুষের জ্ঞান বা চিন্তার চিন্তার সীমাবদ্ধতা নির্দেশ করে।
  11. Sweet are the uses of adversity. (As You Like It)
    (দুঃখের প্রয়োজনীয়তা মধুর। অথবা, বিপর্যয় অভিশাপ নয়, আশির্বাদ)
  12. The miserable have no other medicine but only hope. [Measure for Measure] (কেবল আশা ছাড়া হতভাগ্যদের আর কোনো ঔষুধ/তাবিজ নাই।)
  13. To be, or not to be; that is the question. [Hamlet]
    [ঠিক হবে নাকি হবে না; সেটাই তো প্রশ্ন)
    এই উক্তিটির দ্বারা Hamlet এর সিদ্ধান্তহীনতার বহিঃপ্রকাশ ঘটেছে। Shakespeare এর Hamlet এ বিবৃত এই বিখ্যাত উক্তিটি হচ্ছে সবচেয়ে পরিচিত soliloquy এর উদাহরণ।
  14. Veni, Vidi, Vici. [Julius Caeser]
    (আসলাম, দেখলাম, জয় করলাম।)
  15. Frailty, thy name is woman. [Hamlet]
    (ভঙ্গুরতা, তোর নামই নারী। = নারীর অপর নাম ভঙ্গুরতা)
  16. Better three hours too soon than a minute too late. [The Merry Wives of Windsor ]
    এ উক্তি দ্বারা দেরিতে পৌঁছানোর নেতিবাচকতা তুলে ধরা হয়েছে।
  17. There is a divinity that shapes our ends.
    (ভাগ্যই/কোনো ঐশ্বরিক শক্তিই আমাদের লক্ষ্য/পরিণতি নির্ধারণ করে দেয়) এই view (দৃষ্টিভঙ্গি) ব্যক্ত হয়েছে Hamlet নাটকে।
  18. Corruption wins not more than honesty.
    (দুর্নীতি সততার চেয়ে বেশি কিছু অর্জন করতে পারে না)
  19. Conscience does make cowards of us all.
    (বিবেক আমাদের আমাদের সবাইকে ভীতু বানায়)
  20. Our enemies are outward consciences.
    (আমাদের শত্রুরা আমাদের প্রকাশ্য বিবেক মানে শত্রুরা আমাদেরকে সদা সতর্ক রাখে)
  21. Some rise by sin and some by virtue fall.
    [Measure for Measure]
    (পাপে কারো উত্থান হয় আর পূণ্যে কারো পতন হয় অর্থাৎ অন্যায় করেও কেউ লাভবান হয় আর সৎ থেকেও/থাকায় কারো ক্ষতি হয়)
What’s your Reaction?
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply