Success is getting what you want. Happiness is wanting what you get.

— Dale Carnegie

হে পার্থসারথি! বাজাও বাজাও পাঞ্চজন্য শঙ্খ

ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশীর ঈদ

নূরজাহান! নূরজাহান! সিন্ধু নদীতে ভেসে, এলে মেঘলামতীর দেশে

তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়

লাইলী তোমার এসেছে ফিরিয়া

যায় ঝিলমিল ঝিলমিল ঢেউ তুলে

কে বিদেশী বন উদাসী

বেল ফুল এনে দাও চাই না বকুল

ব্রজ গোপী খেলে হরি

মোর ঘুমঘোরে এলে মনোহর

প্রিয় এমন রাত যেন যায় না বৃথাই

পরদেশী মেঘ যাও রে ফিরে

অরুণ-কান্তি কে গো যোগী ভিখারি

হারানো হিয়ার নিকুঞ্জপথে কুড়াই ঝরা ফুল একেলা আমি

এলো নন্দেরও নন্দন

শ্যামা তোর নাম যার জপমালা

আমি চিরতরে দূরে চলে যাব