In three words I can sum up everything I’ve learned about life: it goes on.

— Robert Frost

কি আশায় বাঁধি খেলাঘর বেদনার বালুচরে

তোমার ঘরে বাস করে কারা ও মন জানোনা

যদি মন কাঁদে তুমি চলে এসো

একটা ছিল সোনার কন্যা

সেই তুমি কেন এত অচেনা হলে

মানুষ মানুষের জন্য

কতদিন দেখিনি তোমায়

যখন থামবে কোলাহল

মাঝরাতে চাঁদ যদি আলো না বিলায়

বিঁধি কলমে নাই কালি

দুঃখ দিয়ে সুখ যদি পাও রে বন্ধু যত খুশি ব্যাথা দিয়ে যাও

আমার গলার হার খুলে নে ওগো ললিতে

আমার কাংখের কলসী গিয়াছে ভাসি

আমার অন্তরায় আমার কলিজায়

আমি খোলা জানালা তুমি ওই দখিনা বাতাস

কারণ আমরা আকাশে

বৄষ্টি নামুক

প্রেমের শিলালিপি

তুমি এতো সহজে ভুলতে পারো অন্য কাউকে জড়িয়ে ধরো আমি কেনো শুধু ভুলে যেতে পারিনা

আয়নাতে ঐ মুখ দেখবে যখন