অতীতকে প্রাধান্য দিও না, ভবিষ্যত নিয়ে দিবাস্বপ্নও দেখবে না। তার চেয়ে বরং বর্তমান মুহূর্ত নিয়ে ভাবো।

— গৌতম বুদ্ধ

সোনার চুড়ি নয়

সোনার চুড়ি নয়
Sonar Churi Noy
गोरी है कलाईयॉ
গোরী হ্যাঁয় কলাইয়াঁ
ছবি: আজ কা অর্জুন (হিন্দী)
কথা: অঞ্জন
সঙ্গীত: বাপ্পী লাহিড়ী
শিল্পী: লতা মঙ্গেশকর
ও সাব্বির কুমার (হিন্দী)
আ আ আ আ আ আ আ
আ আ আ আ আ আ আ
আ আ আ আ আ আ আ
আ আ আ আ আ আ আ
[সোনার চুড়ি নয়
কি হবে ওগো কাঁচের চুড়ি]-২
মনটাকে চুরি করে নাওনা
সোনার চুড়ি নয়
কি হবে ওগো কাঁচের চুড়ি
মনটাকে চুরি করে নাওনা
সোনার চুড়ি নয়
ও ও ও
তুমি যদি চাও তবে নিয়ে যাব তোমাকে
একদিন সিঁদুর পড়িয়ে
প্রেম পিরিতি ভালবাসা হৃদয়ের আশা দিয়ে
গয়না যে দেব গড়িয়ে
সোনার চুড়ি নয়
কি হবে ওগো কাঁচের চুড়ি
মনটাকে চুরি করে নাওনা
সোনার চুড়ি নয়
ও ও ও আ আ আ
আ আ আ আ আ আ আ
আ আ আ আ আ আ আ
[ঘর যদি বাধো তুমি
ভালোবাসা দিয়ে
থাকব তোমার হয়ে রাখব সাজিয়ে]-২
[কি করি বলোনা আর ভালো লাগেনা]-২
সুখী হতে বলো কি চাওনা ?
সোনার চুড়ি নয়
ও ও ও
থাকো যদি তুমি সাথে
হাতখানি রাখো হাতে
সোনাঝরা দিন কি রাতে
যুগ যুগ ধরে মোরা চিরসাথি হয়ে রব
আসব ফিরে বারে বারে
সোনার চুড়ি নয়
কি হবে ওগো কাঁচের চুড়ি
মনটাকে চুরি করে নাওনা
সোনার চুড়ি নয়
ও ও ও আ আ আ
আ আ আ আ আ আ আ
আ আ আ আ আ আ আ
আ আ আ আ আ আ আ
আ আ আ আ আ আ আ
[শুনবো না কোনো কথা মানবো না বাধা,
আমি যে তোমারি প্রেমে পড়ে গেছি বাঁধা]-২
শোনো ওগো সজনা ও মোর সজনা
শোনো ওগো সজনা আমার সজনা
যেখানে খুশি নিয়ে যাওনা
সোনার চুড়ি নয়
ও ও ও
তুমি যদি চাও তবে নিয়ে যাব তোমাকে
একদিন সিঁদুর পড়িয়ে
প্রেম পিরিতি ভালবাসা হৃদয়ের আশা দিয়ে
গয়না যে দেব গড়িয়ে
সোনার চুড়ি নয়
কি হবে ওগো কাঁচের চুড়ি
মনটাকে চুরি করে নাওনা
সোনার চুড়ি নয়
ও ও ও আ আ আ

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply