সত্যিকারভাবে ক্ষমতা নিয়ে বাঁচতে হলে নির্ভয়ে বাঁচো।

— গৌতম বুদ্ধ

আছে বন্যা প্লাবন খরা

আছে বন্যা প্লাবন খরা
Achhe Bonna Plabon Khora
কথা: মোহাম্মদ রফিকউজ্জামান
সুর: আলী আকবর রুপু
পরিচালনায়: শ্রদ্ধেয় হানিফ সংকেত
কার্টেসী: ইত্যাদি (ম্যাগাজিন অনুষ্ঠান)
কণ্ঠ: সৈয়দ আব্দুল হাদী,মোঃ আব্দুল জব্বার,
এন্ড্রু কিশোর ও কুমার বিশ্বজিৎ
[আছে বন্যা প্লাবন খরা
আছে কষ্ট-দুঃখ জরা
তারপরেও এই দেশ আমাদের
প্রাণ প্রাচুর্য্যে ভরা]-২
[চাষী বয়ে হাল,লাঙ্গল,জোয়াল
সবুজ কবিতা লেখে,
বৃষ্টি জুরায় ছায়াঢাকা গ্রাম
সুনিবিড় গৃহ দেখে]-২
কবি,শ্রমজীবী নর-নারী
বলে আমরা গড়তে পারি
সাজানো স্বদেশ স্বপ্নজাগানো
পৃথিবী অবাক করা।
আছে বন্যা প্লাবন খরা
আছে কষ্ট-দুঃখ জরা
তারপরেও এই দেশ আমাদের
প্রাণ প্রাচুর্য্যে ভরা।
[কত বর্ণের,কত ধর্মের
বসবাস পাশাপাশি,
পালা,পার্বণ,উৎসবে সব
একাকার হয়ে আসি]-২
ও ও ও ও ও
আজও গৌরবে দোলে মাথা
আছে সৃষ্টি কৃষ্টিগাথা
অতি সুপ্রাচীন সভ্যতা থেকে
গড়া এ পরম্পরা।
[আছে বন্যা প্লাবন খরা
আছে কষ্ট-দুঃখ জরা
তারপরেও এই দেশ আমাদের
প্রাণ প্রাচুর্য্যে ভরা]-২

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply