শ্যাম ঘনশ্যাম তুমি
Shyam Ghanashyam Tumi
ছায়াছবি: আগুন
কথা: স্বপন চক্রবর্তী
সঙ্গীত: আর ডি বর্মন
শিল্পী: আশা ভোঁসলে
শ্যাম ঘনশ্যাম তুমি,
দুঃখ ভঞ্জন তুমি।।
প্রণাম রাখি তব পায় তব পায়
শ্যাম ঘনশ্যাম তুমি
দুঃখ ভঞ্জন তুমি।
শ্যাম মনোহর অধরে বংশী ধর।।
দোলে দোলে দোলে মনোময়
শিরে মুকুট শোভা
রুপ কত মনোলোভা
অপরুপ নয়ন অভিসার
ভজন বিনা দিন বৃথা চলে যায়।।
প্রণাম রাখি তব পায় তব পায়
শ্যাম ঘনশ্যাম তুমি
দুঃখ ভঞ্জন তুমি।
কী বলিব আমি অন্তর্যামী।।
জানো তুমি প্রাণের কথা
মনোবাসনা প্রভু
বলিনি তো আমি কভু
আছে কিছু মনের ব্যথা
সবি হতে পারেনা তোমারি কৃপায়।।
প্রণাম রাখি তব পায় তব পায়।
শ্যাম ঘনশ্যাম তুমি
দুঃখ ভঞ্জন তুমি
প্রণাম রাখি তব পায় তব পায়।
শ্যাম ঘনশ্যাম তুমি
দুঃখ ভঞ্জন তুমি
শ্যাম ঘনশ্যাম।
শ্যাম ঘনশ্যাম তুমি
What’s your Reaction?
+1
2
+1
1
+1
+1
+1
+1
+1