যায় কি ছেঁড়া বুকের পাঁজর
স্বপ্নে কাটো মনে আঁচড়
ফিরে যাবার উপায়তো আর নেই ।
তোমায় ছেড়ে কোথায় যাব ?
একটু ভাবো…একটু ভাবো…
ফিরে যাবার দরজা খোলা নেই ।।
শহরে যার অনেক গুলো ঘর
মানাই তাকে দারে দারে ঘোরা
আমার শুধু একটি ঘরই চেনা
তুমি আছো সেথায় আগা গোড়া ।।
রাজ্য নিয়ে বড়াই করে লোক
ধরুক অরা মন কে নিয়ে বাজি
তুমি ছাড়া নেইতো আমার কিছু
নিঃস্ব হতে নইতো আমি রাজি ।।
jai ki chera buker pajor lyrics
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1