Whoever is happy will make others happy too.

— Anne Frank

নোংরা কাগজের কালি

মানুষ,মানুষ হয়ে জন্ম নিলেই মানুষ হয়?
মানুষ সুন্দর পোশাক পরিধানে সুন্দর হয়?
মানুষ মুখে ফুল ফুটাইলেই কি মানুষ হয়?
মানুষ,মানুষ হয় কেমনে?
একটা মানুষ, হাজারটা রূপ তার
একটা মানুষ হাজার অহংকার তার
একটা মানুষ হাজারো গরিমা,
হাজারো নিম্নে নিমজ্জিত নোংরা ভাষা!!
উচ্চ ভিটায় বসে নিম্নে খুনে খুনে বুনে এক মায়াবীজাল।
মানুষ!
আমি হায়,বলার ভাষা হারাই,
প্রকাশের রেশ দূরেই থাক
আমি চোখে দেখি তবে মুখে কিন্তু তালা আমার!
আমি নিজেও এই মানুষ রূপে কোনো এক জানোয়ার!
মনুষ্যত্ব বিশাল এক ব্যাপার,
এরে মুখে বললেই হয় না!
এরে ধারণ করায় আকাশ পাতালের ব্যবধান।
ধর্মের শিক্ষা ধর্মের বড়াই করলেই হয় না,
ধর্মে থাকা মন পরিবর্তনের নিরবচ্ছিন্ন সমাহার।
আরে আমি তো সেই মূর্খ মানুষ!
যার কাছে এখনো নিজেরে মানুষ মনে হয়,
আমি তো সেই সমীকরণের ভাগিদার ও না
যা মানুষকে মানুষ বলে প্রমাণ করায়।
আমি বলি টাকা কড়ি তো রাস্তায় ও পরে থাকে
এরে নিয়ে এতো ধনী চিন্তা কেনো তোমার?
নিজের একটু নরম করো,নিজের শান্ত করো এবার,
মানুষ হয়ে জন্ম নিয়েছো,মানুষ হিসেবে বেঁচে দেখো।
তোমাকে দেখে আমার বুকে কষ্ট হবে না,
হবে না তখন হাজারো অনুভূতি,নিরাশার ঝংকার।
সুন্দর করো মন তোমার,জীবন তো সুন্দরই তোমার।

………কলমেঃশাহনাজ রহমান প্রমি

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply