If life were predictable it would cease to be life and be without flavor.

— Eleanor Roosevelt

আমার সর্ব অঙ্গে লিখে দিও

আমার সর্ব অঙ্গে লিখে দিও
Amar Sarbo Onge Likhe Dio
কথা ও সুর: অসিত চক্রবর্তী
কন্ঠ: পরীক্ষিত বালা
[আমার সর্ব অঙ্গে লিখে দিও
কৃষ্ণ কৃষ্ণ নাম]-২
[কৃষ্ণ বিনা মোর জীবনের]-২
কী আর আছে দাম
কৃষ্ণ কৃষ্ণ নাম
আমার সর্ব অঙ্গে লিখে দিও
কৃষ্ণ কৃষ্ণ নাম।
[যে দিন মায়ের গর্ভে ছিলাম
তোমায় কত ডেকেছিলাম]-২
আবার জন্ম নিয়ে নেইনি মুখে
মধুমাখা এই হরির নাম
কৃষ্ণ বিনা মোর জীবনের
কী আর আছে দাম
কৃষ্ণ কৃষ্ণ নাম
আমার সর্ব অঙ্গে লিখে দিও
কৃষ্ণ কৃষ্ণ নাম।
[চোখে দিও তুলশি পাতা
বুকে দিও গীতা]-২
আবার কর্ণমূলে শোনাইও
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ নাম
কৃষ্ণ বিনা মোর জীবনের
কী আর আছে দাম
কৃষ্ণ কৃষ্ণ নাম
আমার সর্ব অঙ্গে লিখে দিও
কৃষ্ণ কৃষ্ণ নাম।
[নামাবলী দিও অঙ্গে
তিলকমালা তারি সঙ্গে]-২
আবার অন্তিমকালে কৃষ্ণ বলে
ছেড়ে যাবো এই ধরাধাম
কৃষ্ণ বিনা মোর জীবনের
কী আর আছে দাম
কৃষ্ণ কৃষ্ণ নাম
[আমার সর্ব অঙ্গে লিখে দিও
কৃষ্ণ কৃষ্ণ নাম]-২

amar sorbo ange likhe dio kali kali naam

What’s your Reaction?
+1
4
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply