Ambition is like love, impatient both of delays and rivals.

— Buddha

যারে ঘর দিলা সংসার দিলা রে তারে বৈরাগী মন কেন দিলা রে

যারে ঘর দিলা সংসার দিলা রে।।
তারে বৈরাগী মন কেন দিলা রে।।
যে অন্তরে ভালোবাসা স্বপন জীবন ভর
সে অন্তরে কত জ্বালা কত ঘৃণা পর।।
যারে নয়ন দিলা…….
যারে নয়ন দিলা আলো দেখিতে।।
গুরু, আঁধার জীবন কেন দাও তারে।।
নিজের হাতে নিজের মতে গড়ো এ ভূবন
সে ভূবনে ওলট পালট হয় কেন এমন ?
যারে জীবন দিলা …….
যারে জীবন দিলা জীবন গড়িতে।।
তারে, মরার আগে মারো কেন রে।।

jare ghor dila songsar dila re kumar bishwajit lyrics

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply