অপেক্ষা হলো শুদ্ধতম ভালোবাসার একটি চিহ্ন। সবাই ভালোবাসি বলতে পারে। কিন্তু সবাই অপেক্ষা করে সেই ভালোবাসা প্রমাণ করতে পারে না।

— – হুমায়ূন আহমেদ

যখন ডাকলো বাঁশি, তখন রাধা যাবেই যমুনায়

গীতিকার: মুকুল দত্ত
সুরকার: হেমন্ত মুখোপাধ্যায়
শিল্পী : হেমন্ত মুখোপাধ্যায়
ছবির নাম: বাঘিনী (১৯৬৭)
প্রিয় হেমন্ত মুখোপাধ্যায়ের ৩২ তম প্রয়াণ দিবসে শ্রদ্ধাঞ্জলি 🙏❤️

যখন ডাকলো বাঁশি, তখন রাধা যাবেই যমুনায়
যখন ডাকলো বাঁশি, তখন রাধা যাবেই যমুনায়
জ্বলে-পুড়ে মরলো রাধা
জ্বলে-পুড়ে মরলো রাধা যৌবন জ্বালায়
ডাকলো বাঁশি, তখন রাধা যাবেই যমুনায়
যখন ডাকলো বাঁশি, তখন রাধা যাবেই যমুনায়
উতল উতল মনকে নিয়ে জলকে কেন যাওয়া?
উতল উতল মনকে নিয়ে জলকে কেন যাওয়া?
ও আগুন বাড়বে দ্বিগুণ লাগে যদি হাওয়া
তখন করতে শীতল মনকে, ওরে কিছুই পাবি না
জ্বলে-পুড়ে মরলো রাধা
জ্বলে-পুড়ে মরলো রাধা যৌবন জ্বালায়
ডাকলো বাঁশি, তখন রাধা যাবেই যমুনায়
যখন ডাকলো বাঁশি, তখন রাধা যাবেই যমুনায়
ও বাঁশি যদি ডাকে
ঘোমটা মাথায় থাকে না, থাকে না পথ চলিতে
ও বাঁশি যদি ডাকে
আঁচল দিয়ে উথাল পাথাল মন কি ঢাকা থাকে?
ও বাঁশি যদি ডাকে
নদীতে জল নাই রে, তবু ছল ভরে কলসে
নদীতে জল নাই রে, তবু ছল ভরে কলসে
কলঙ্কিনী যখন-তখন খেয়াঘাটে আসে
যারে পাড়ের কড়ি দিবি, তারে পাওয়াই গেল না
জ্বলে-পুড়ে মরলো রাধা
জ্বলে-পুড়ে মরলো রাধা যৌবন জ্বালায়
ডাকলো বাঁশি, তখন রাধা যাবেই যমুনায়
যখন ডাকলো বাঁশি, তখন রাধা যাবেই যমুনায়

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply