People with opinions just go around bothering each other.

— Buddha

মিলন হবে কত দিনে

মিলন হবে কত দিনে
আমার মনের মানুষের সনে।।
চাতক প্রায় অহর্নিশি
চেয়ে আছে কালো শশী।
আমি হব বলে চরণদাসী
হব বলে চরণদাসী
ও তা হয় না কপাল গুণে।।
আমার মনের মানুষের সনে।।
মিলন হবে কত দিনে ।।
আমার মনের মানুষের সনে।।
মেঘের বিদ্যুৎ মেঘে যেমন
লুকালে না পায় অন্বেষণ।।
আমি কালারে হারায়ে তেমন
কালারে হারায়ে তেমন
ঐ রূপ হেরি এ দর্পণে।।
আমার মনের মানুষের সনে।।
যখন ঐ রূপ স্মরণ হয়
থাকে না লোকলজ্জার ভয়।।
লালন ফকির ভেবে বলে সদাই।।
ঐ প্রেম যে করে সেই জানে।।
আমার মনের মানুষের সনে।।
মিলন হবে কত দিনে ।।
আমার মনের মানুষের সনে।।

milon hobe koto dine lyrics

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply