Whoever is happy will make others happy too.

— Anne Frank

মরলে যেন আমি পাইগো তারে

Jalal Uddin Khan – Morle Jeno Ami Paigo Tare (Sunil Kormokar)

জালাল খাঁ (জালালগীতি) – মরলে যেন আমি পাইগো তারে (সুনিল কর্মকার)

মরলে যেন আমি পাইগো তারে মরলে যেন আমি পাইগো তারে
সারাটা দুনিয়া দেখিলাম খুজিয়া ভিখারী সাজিয়া দারে দারে
মরলে যেন আমি পাইগো তারে
আমি শুনিয়াছি কানে দেখলাম না নয়নে আসমানে জমীনে সদায় ঘুরে
বাঁশিটি বাজায় হাসায় আর কাঁদায়
তালাশে লুকায় ছলনা করে
মরলে যেন আমি পাইগো তারে
শুইয়া মোর বিছানায় সংগেতে ঘুমায়
ঘুমাইলে জাগায় আদর করে
পিপাসার জল সহায় সম্বল
চন্চল পাখি আমার বদ্ধ পিন্জরে
মরলে যেন আমি পাইগো তারে
কহে জালালউদ্দিন কিবা অপরাধী
জনমঅবধি কাঁদি উচ্চস্বরে
হইয়াছি হারা জিয়ন্তে মরা
দিলো না ধরা কেবল আমারে
মরলে যেন আমি পাইগো তারে মরলে যেন আমি পাইগো তারে

ami morle jeno pai tomare lyrics

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply