সত্যি তুই অনন্য
তোর স্পর্শে জীবন আজও প্রাণবন্ত।
সে দিন ও তুই ছিলি
তুই আছিস
তুই থাকবি চিরকাল এই হৃদয় ঝুড়ে।।
তোর ঘ্রাণে
আজও আমার প্রাণে।
এই ঘ্রাণ মুছে যাওয়ার নই।।
এই ঘ্রাণ শুধুই আমার
আমার মমতায় ঘেরা স্মৃতি ।।
-written by Aparna Chowdhury
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1