সমগ্র বিজ্ঞান দৈনন্দিনের একটি পরিশোধন চিন্তা ছাড়া আর কিছুই না।

— অ্যালবার্ট আইনস্টাইন

মনের দুয়ার খুলে কে গো

মনের দুয়ার খুলে কে গো
Moner Duar Khule Ke Go (1969)
কথা: প্রণব রায়
সুর: রবীন চট্টোপাধ্যায়
কণ্ঠ: শিপ্রা বসু
[মনের দুয়ার খুলে কে]-২
কে গো তুমি এলে বলোনা
মনের দুয়ার খুলে কে
কে গো তুমি এলে বলোনা
[ফাল্গুনী হাওয়া দোলে মনোবনে]-২
[দোলে ফুলের কামনা]-২
কে কে গো তুমি এলে বলোনা
মনের দুয়ার খুলে কে
কে গো তুমি এলে বলোনা।
[আনন্দ রাগিণী বাজালে]-২
কত রূপে কত সাজে
[কত অনুরাগে গো আমারে সাজালে]-২
আমি যে তোমারই রচনা
কে গো তুমি এলে বলোনা
মনের দুয়ার খুলে কে
কে গো তুমি এলে বলোনা।
[কি মায়া বাঁধনে বেঁধেছো]-২
কত সুরে কত গানে
[কত মধুনামে গো আমারে সেধেছ]-২
তবুও মেটেনি বাসনা
কে গো তুমি এলে বলোনা
[মনের দুয়ার খুলে কে
কে গো তুমি এলে বলোনা]-২

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply