Be patient, even if every possibility seems closed.

বুঝিনি তো আমি

বুঝিনি তো আমি
বুঝিনি তো আমি।।
পৃথিবীতে ভালবাসা সবচেয়ে দামী
বুঝিনি তো আমি।।
সোনা দানা মোহরের বদলে
আসে না তো সে যে করো দখলে
প্রাসাদ ছেড়ে আমি পথে তাই নামি
বুঝিনি তো আমি
বুঝিনি তো আমি।।
পৃথিবীতে ভালবাসা সবচেয়ে দামী
বুঝিনি তো আমি।।
সবকিছু অধিকারে আসে না
বিনা সুখে কারো মন হাসে না।।
সুখের খোঁজে আমি যেতে যেতে থামি
বুঝিনি তো আমি
বুঝিনি তো আমি।।
পৃথিবীতে ভালবাসা সবচেয়ে দামী
বুঝিনি তো আমি।।

bujhini to ami prithibite valobasha lyrics jagjit singh

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply