Darkness cannot drive out darkness: only light can do that. Hate cannot drive out hate: only love can do that.

— Martin Luther King Jr.

বাংলা ভাষা দিবসে বাংলাতে গান গাই

[বাংলা ভাষা দিবসে বাংলাতে গান গাই
বাংলা গানের কথায় সুরে বিশ্বকে জাগাই]-২
তাই মুক্তকণ্ঠে বলো সকলে
বাংলাভাষার জয়,বাংলা গানের জয়।
বাংলা ভাষা দিবসে বাংলাতে গান গাই
বাংলা গানের কথায় সুরে বিশ্বকে জাগাই।
[রবীন্দ্রনাথ,বিদ্যাসাগর বাংলারই সন্তান
এপারে শঙ্খ বাজে ওপারে আজান]-২
বারো মাসে তেরো পাবন
বঙ্গদেশে হয় বঙ্গদেশে হয়
বাংলা ভাষা দিবসে বাংলাতে গান গাই
বাংলা গানের কথায় সুরে বিশ্বকে জাগাই।
[ভাটিয়ালি’র কথায় সুরে জোয়ার ভাটা আসে
মনের মানুষ খোঁজে ‘বাউল’ আপন বিশ্বাসে]-২
‘পাঁচালি’ আর ‘কবি’ তরজা বাংলা ভাষার দান,
[নিধুবাবুর ‘বাংলা টপ্পা’ আকুল করে প্রাণ]-২
তাই ‘কীর্তনের’ সুরে বলো
বাংলা গানের জয় বাংলা ভাষার জয়
[বাংলা ভাষা দিবসে বাংলাতে গান গাই
বাংলা গানের কথায় সুরে বিশ্বকে জাগাই]-২
তাই মুক্তকণ্ঠে বলো সকলে
বাংলা ভাষার জয়,বাংলা গানের জয়
[বাংলা ভাষা দিবসে বাংলাতে গান গাই
বাংলা গানের কথায় সুরে বিশ্বকে জাগাই]-৩

বাংলা ভাষা দিবসে বাংলাতে গান গাই
Bangla Vasha Dibase Banglate Gaan Gai lyrics
পর্যায়: ভাষা দিবসের গান
(সমবেত সংগীত) ২০০৯
দাদরা (দ্রুত)
কথা ও সুর: ড. শান্তনু তেওয়ারী
শিল্পী: শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply