দুঃখ দহন


































































			
			











Life is either a daring adventure or nothing at all

— Helen Keller

দুঃখ দহন

এই যে আমার বুকের ভেতর দুঃখ দহন,
যন্ত্রণাতে রাত্রি কাটে,
কষ্ট পুষি মনের গহীন,
আস্ত সারা রাত্রি জাগা,
অন্ধকারে চোখের জলে
নিত্য উবাই রাত্রি সারা।
এইযে এমন ডুবছে দেখো শহরতলী
ডুবছে আমার মনের নদী
শান্ত হাওয়া,দিচ্ছে উড়াল
মন খারাপের গাইছে বুলি।
এইযে দেখো একলা পথে
হাটছি আমি আমার সাথে,
তোমার সঙ্গ কল্পনাতে
বুনছি আরো কত শত।
এইযে দেখো ঘ্যানঘ্যানানি ক্লাসের ফাঁকে
দিচ্ছি উঁকি মন জোড়ানো তোমার চোখে,
ভাবছো এখন দেখছি কোথায়?
-কল্পনাতে।
ডুবছি দেখো,আঁকছি কতো তোমার ছবি
রংবেরঙের। জমেছে কতো স্মৃতির কিনার।
বৃষ্টি দিনে ভাবছি দেখো,
কল্পনাতে তোমায় নিয়ে ভাসছি দেখো,
ঝাপসা কাচে দেখছি তোমায়,
ফুটায় ফুটায় ঝরছো তুমি,
এই আঙ্গিনায় দাঁড়িয়ে আছো
বৃষ্টি দেখছো,নিঃস্ব চোখে আমিও আছি।

– সৈয়দ মোঃ সাকিব আহমদ 

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply