শহরের উষ্ণতম দিনে
পিচগলা রোদ্দুরে
বৃষ্টির বিশ্বাস
তোমায় দিলাম আজ
আর কি বা দিতে পারি
পুরনো মিছিলে পুরনো ট্রামেদের সারি
ফুটপাথ ঘেঁষা বেলুন গাড়ি
সুতো বাঁধা যত লাল আর সাদা
ওরাই আমার থতমত এই শহরে
রডোডেনড্রন
তোমায় দিলাম আজ
কি আছে আর
গভীর রাতের নিয়ন আলোয়
আলোকিত যত রেস্তোঁরা
সব থেকে উঁচু ফ্ল্যাটবাড়িটার
সব থেকে উঁচু ছাত
তোমায় দিলাম আজ
পারবোনা দিতে
ঘাস ফুল আর ধানের গন্ধ
স্নিগ্ধ যা কিছু দুহাত ভরে
আজ ফুসফুস খোঁজে পোড়া ডিজেলের
আজন্ম আশ্বাস
তোমায় দিলাম আজ
শহরের কবিতার ছবি
সবই তোমায় দিলাম আজ
তোমায় দিলাম
তোমায় দিলাম
তোমায় দিলাম
Moheener Ghoraguli
| Tomay Dilam lyrics (তোমায় দিলাম)
Jhora Somoyer Gaan
LYRIC
শিরোনামঃ তোমায় দিলাম
কন্ঠঃ সুব্রত ঘোষ
কথাঃ জয়জিৎ লাহিড়ী / সুব্রত ঘোষ
সুরঃ জয়জিৎ লাহিড়ী / সুব্রত ঘোষ
ব্যান্ডঃ মহীনের ঘোড়াগুলো
অ্যালবামঃ ঝরা সময়ের গান