অপরকে ঘৃণার চোখে উপহাস করিও না, যেহেতু তাহারা তোমাদের অপেক্ষা ভাল হইতে পারে৷ অপরের ত্রুটি অনুসন্ধান করিও না, এবং একজনের অসাক্ষাতে নিন্দা করিও না৷ আল্লাহকে ভয় কর, যেহেতু আল্লাহ দয়ালু ও ক্ষমাকারী ৷ – 49/11/12

— আল কোরআন

তোমাকে ছেড়ে আমি কী নিয়ে থাকবো

তোমাকে ছেড়ে আমি
Tomake Chede Ami
ছায়াছবি: মন মানেনা
কথা: পুলক বন্দ্যোপাধ্যায়
সুর: বাবুল বোস
শিল্পী: দীপা নারায়ণ
[তোমাকে ছেড়ে আমি কী নিয়ে থাকবো
মনটাকে সরিয়ে কোনখানে রাখবো]-২
[ও মন মানেনা মন মানে না]-২
[যেখানে চোখ মেলি যেদিকে তাকাই
সবখানেই তোমাকেই খুঁজে আমি পাই]-২
তোমাকে ছেড়ে আমি কী নিয়ে থাকবো
মনটাকে সরিয়ে কোনখানে রাখবো
[ও মন মানেনা মন মানেনা]-২
[একা একা থেকে আমি বুঝেছি এখন
তুমি নেই যে জীবনে সে হল মরণ]-২
তোমাকে ছেড়ে আমি কী নিয়ে থাকবো
মনটাকে সরিয়ে কোনখানে রাখবো
[ও মন মানেনা মন মানে না]-২
তোমাকে ছেড়ে আমি কী নিয়ে থাকবো
মনটাকে সরিয়ে কোনখানে রাখবো
[ও মন মানেনা মন মানে না]-৪

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply