বিশ্বাসীদের বল, তারা যেন তাদের দৃষ্টিকে সংযত করে ও তাদের যৌন অঙ্গকে সাবধানে সংয্ত রাখে, এটিই তাদের জন্য উত্তম৷ -24:30

— পবিত্র কোরআন

তুমি দেখবে তুমি দেখবে

তুমি দেখবে তুমি দেখবে
ঐ দুটি হাত বাড়ালে
কিছু হাত দুই হাত ধরবে
তুমি তোমার মাটিতে দাঁড়ালে-

মাটি জানবে তুমি আস্থার পায়ে
দাঁড়িয়েছো তাই স্নিগ্ধ
তাঁর জীবন স্তন্যে ধন্য
ধন্য হলো বিশ্ব।

আমি বিশ্বাস রাখি একদিন
এক দারুণ তুফান ছুটবে
তার ঝাপটায় এই দুনিয়ার
সব ইমারত কেঁপে উঠবে।

আমি স্বপ্ন দেখি একদিন
চির সাম্যের ফুলে ধন্য-
হবে মানুষের দেয়া রক্ত
মানুষের দেয়া স্তন্য!

আমি প্রেমিকার ঠোঁটে রাখবো সেই
ফুলের পরাগ অল্প
আমি প্রেমিকের কাছে আঁকবো
সেই স্বপ্নের কিছু গল্প।।

আমি প্রেমিকার হাতে তুলে দেবো
এক গুচ্ছ বন্য রঙ্গন
আমি প্রেমিকের কাছে খুলে দেবো
এই আকুল বক্ষ অঙ্গন।

আমি বন্ধুর হাত ধরে চলে যাবো
হালকা দিনের ছন্দে
আমি বন্ধুর বুক ভরে দেবো সব
আগামীদিনের গন্ধে।

আমি স্বপ্ন দেখি একদিন
আমি গাইবো জীবন কাব্য
আমি অন্য কথায় অন্য গানে
জীবনের কথা ভাববো।

যারা চলে গেছে তাঁরা রয়েছে
স্মৃতি প্রতীতির কোন কক্ষে
ফেলে আসা গানগুলো রয়েছে
এই অন্য গানের বক্ষে।

বেঁচে থাক সব বেঁচে থাক সব
আহা মানুষ আমার বিশ্ব
আমি মানুষের মত পূর্ণ
মানুষের মত নিঃস্ব..

~ কবীর সুমন

Tumi Dekhbe lyrics (Sumon Chattopadhyay) covered by Concord Trio (Madhusree, Madhurita, Amrita) – Konthe Nilem Notun Gaan (1994)

What’s your Reaction?
+1
2
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply