Nothing can harm you as much as your own thoughts unguarded.

— Buddha

বর্ষা কালের ছাতা

রাস্তার ছেলে নরেশ দাস-
হকচকইয়ে ওঠে সকালে,
একা একা কাটায় রাত-
ঘুমায় শুধু সে বিকালে।

একদিন সে ছিল শুয়ে
রাস্তার ফুটপাতে,
চট করে সে উঠে পড়লো
বর্ষার সেই বর্জ্যপাতে।

তাকিয়ে দেখে আকাশের দিকে
কি ভয়ংকর সে দৃশ্য,
বর্ষাতো এসে গেল কিন্তু
কোথায় গেল কাঠ ফাটা গ্রীষ্ম!

ঝমঝম করে পড়তে লাগলো বৃষ্টি
এক ফোটা পানি তার চোখে যাওয়াতে সে নাকি হারিয়েছে তার দৃষ্টি।

এখন সে থাকবে কি করে,
তখন সে ভাবতে লাগলো – যাবে হয়তো সে মরে।

হঠাৎ তার মাথায় এলো এক ফন্দি,
দেরি না করে কাজ শুরু করলো জলদি জলদি।

সে ভাবলো তার কাছে নেই তো ছাতা,
তাহলে নেবে কি সে কচুর পাতা।

এখন সে পায় কোথায় কচুর পাতা,
বলল সে খুলতে হবে মাথার খাতা।

খুজতে খুজতে কচুর পাতা সে ঠিকই পেল,
হায়রে তার পোড়া কপাল ততক্ষনে তো বৃষ্টিই থেমে গেল।

Writer: মোঃ শাহেদ ইসলাম নাহিদ

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply