আজি এ বসন্ত দিনে বাসন্তী রঙ ছুয়েছে মনে; মনে পরে তোমাকে ক্ষণে ক্ষণে চুপি চুপি নিঃশব্দে সঙ্গোপনে

— – সংগৃহীত, – সংগৃহীত

তুমি কি দেখেছ কভু জীবনের পরাজয় ?

তুমি কি দেখেছ কভু
জীবনের পরাজয় ?
দুঃখের দহনে, করুন রোদনে,
তিলে তিলে তার ক্ষয়
জীবনের পরাজয়
তুমি কি দেখেছ কভু
জীবনের পরাজয় ?
দুঃখের দহনে, করুন রোদনে,
তিলে তিলে তার ক্ষয়
তিলে তিলে তার ক্ষয় ।।
আমি তো দেখেছি কত যে স্বপ্ন
মুকুলেই ঝরে যায়।
শুকনো পাতার মর্মরে বাজে
কত সুর বেদনায় ।।
আকাশে বাতাসে নিষ্ফল আশা
হাহাকার হয়ে রয় ।
দুঃখের দহনে, করুন রোদনে,
তিলে তিলে তার ক্ষয়
তিলে তিলে তার ক্ষয়।
প্রতিদিন কত খবর আসে যে
কাগজের পাতা ভরে,
জীবন পাতার অনেক খবর
রয়ে যায় অগোচরে ।।
কেউ তো জানে প্রাণের আকুতি
বারে বারে সে কি চায়
স্বার্থের টানে প্রিয়জন কেন
দূরে সরে চলে যায় ।।
ধরণীর বুকে পাশাপাশি তবু
কেউ বুঝি কারো নয় ।
দুঃখের দহনে, করুন রোদনে,
তিলে তিলে তার ক্ষয়
তিলে তিলে তার ক্ষয়
তুমি কি দেখেছ কভু
জীবনের পরাজয় ?
দুঃখের দহনে, করুন রোদনে,
তিলে তিলে তার ক্ষয়
তিলে তিলে তার ক্ষয়
তুমি কি দেখেছ কভু
———————————
গান: তুমি কি দেখেছ কভু
শিল্পী: আব্দুল জব্বার
সুরকার: সত্য সাহা
ছায়াছবি: এত টুকু আশা (১৯৬৮)

tumi ki dekhecho kobhu lyrics

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply