The greatest glory in living lies not in never falling, but in rising every time we fall

— Nelson Mandela

ছায়া

ছায়া | Chaya | Ayahuasca | Aether

ওরা (beyond the concepts of singularity, duality and unity) কারা ?
বানিয়ে দিয়ে গেল,
এমন জটিল ছায়া,
যে ছায়া নড়তে জানে,
যে ছায়া ধরতে জানেনা,
ওরা কারা, আরো বানিয়ে গেল,
এমন দারুন দারুন ছায়া,
যে ছায়া চলতে জানে,
যে ছায়া বলতে জানে না।
ছায়ারা যখন চলে যায়, কোথায় তারা চলে যায়?
ছায়ারা যেখানে চলে যায়, সেখানে কবে যাবে এই ছায়া।
(chorus chant)
ওরা কারা আরো বানিয়ে গেল,
এমন অভিমানি ছায়া,
যে ছায়া কাঁদতে জানে,
যে ছায়া হাসতে জানেনা,
ওরা কারা বানিয়ে দিয়ে গেল,
এমন জাদুকরী ছায়া,
যে ছায়া প্রশ্ন জানে,
যে ছায়া উত্তর জানে না,
যে ছায়া উত্তর জানে,
যে ছায়া প্রশ্ন জানেনা,
ছায়ারা যখন চলে যায়, কোথায় তারা চলে যায়?
ছায়ারা যেখানে চলে যায়, সেখানে কবে যাবে এই ছায়া।
——————ইথার

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply