মুজিব বাহিনী
————————–
১৯৭১সালের মুক্তিযুদ্ধের সময় শুধু ছাত্রদের নিয়ে
গঠিত মুক্তিবাহিনীকে বলা হয় মুজিব বাহিনী
===================
প্রশ্ন:১৯৭৫সালের ১৫ই আগস্ট মোট কতজন নিহত হন?
পরিবারের সদস্য ১৬ জন (বঙ্গবন্ধু সহ) । আর নিরাপত্তা কর্মকর্তা কর্নেল জামিল উদ্দিন। মোট ১৭ জন
বঙ্গবন্ধুকে যেভাবে গ্রেপ্তার করা হয়েছিলো
অপারেশন বিগ বার্ড’ এর মাধ্যমে ।
বঙ্গবন্ধুকে নিয়ে রচিত বই:
১. শেখ মুজিব আমার পিতা = প্রধানমন্ত্রী শেখ হাসিনা
২. মুজিব ভাই = এবিএম মুসা
৩. বঙ্গবন্ধুর সহজ পাঠ = আতিয়ার রহমান
৪. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বাঙালী = কামাল উদ্দিন আহমেদ
৫. দেয়াল ( উপন্যাস) = হুমায়ুন আহমেদ
৬. বঙ্গবন্ধু জাতি রাষ্টের জনক = প্রত্যয় জসিম
৭. জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান =সিরাজ উদদীন আহমেদ
- অসমাপ্ত আত্মজীবনী
৯. জনকের মুখ (গল্পগ্রন্থ)
দৈনিক পত্রিকা সংগ্রহঃ ১০
প্রশ্নঃ আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস কবে?
উঃ ২৮ সেপ্টেম্বর। এবারের প্রতিপাদ্য – \” তথ্য অধিকার, সংকটে হাতিয়ার \”।
তথ্যঃ
gt; প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন- ২৮ সেপ্টেম্বর, ১৯৪৭।
gt; দেশে রাষ্ট্রীয় বনভূমি নেই- ২৮ জেলায়।
gt; নারী- পুরুষের সমান অধিকার সংবিধানের -২৮ নং অনুচ্ছেদে।
gt; নিরাপদ মাতৃত্ব দিবস- ২৮ মে
gt; বিশ্ব হেপাটাইটিস দিবস- ২৮ জুলাই।
প্রশ্নঃ নদী কমিশনের তথ্যমতে, দেশে নদ-নদীর সংখ্যা কত?
উঃ ৭৭০ টির বেশি।
তথ্যঃ
gt;সরকারি সংস্থার মতে, নদ-নদীর সংখ্যা ৪০৫ টি।
gt;নদী বিশেষজ্ঞ এর মতে, এ সংখ্যা ১,১৭৮ টি।
gt;মাধ্যমিক ভূগোল বই- ৭০০ টি।
gt;বাংলাদেশ পরিসংখ্যান পকেট বুক- ৩১০ টি।
gt;ছোটদের বিশ্বকোষ – ২৩০ টি।
প্রশ্ন:মিসরের বর্তমান প্রেসিডেন্টের নাম কী?
উত্তরঃ আবদেল ফাত্তাহ আল- সিসির।
প্রশ্ন: ফিলিস্তিনের প্রেসিডেন্টের নাম কী?
উত্তরঃ মাহমুদ আব্বাস ।
প্রশ্ন: নির্বাচনকে সামনে রেখে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কৃষ্ণাঙ্গদের জন্য কী প্লান ঘোষণা করেছেন?
উত্তরঃ প্লাটিনাম প্লান।
প্রশ্ন:এমসি কলেজ দেশের কোন জেলায় অবস্থিত?
উত্তরঃ সিলেট।
প্রশ্ন:এমসি কলেজের পূর্ণ নাম কী?
উত্তরঃ মুরারিচাঁদ কলেজ (১৮৯২)।
দৈনিক পত্রিকা সংগ্রহঃ ১১
এবারের আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে ১০৭ টি দেশের মধ্যে বাংলাদেশ কততম হয়েছে?
উঃ ৩৮ তম ( গত বছর ছিল ২৬তম)
তথ্যঃ এবার বাংলাদেশ ১ টি রুপা ও ৫ টি ব্রোঞ্জ জিতেছে।
প্রশ্ন:অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম করোনাক্রান্ত হয়ে কবে ইন্তেকাল করেন?
উঃ ২৭ সেপ্টেম্বর, ২০২০।
তথ্যঃ তিনি ছিলেন ১৫ তম অ্যাটর্নি জেনারেল। তার জন্মঃ ১৭ ফেব্রুয়ারি,১৯৪৯ সালে মুন্সিগঞ্জে।
প্রশ্ন:সম্প্রতি দেশের কোথায় ৭০ বছরের ইতিহাসে ২৪ ঘণ্টায় ৪৪৭ মিলিমিটার রেকর্ড বৃষ্টি হয়েছে?
উঃ রংপুর।
তথ্যঃ এরকম অতিবৃষ্টি হয়েছিল ১৯৮৭,১৯৮৮ ও ১৯৯৮ সালে।
প্রশ্ন:সম্প্রতি ইউরোপের কোন দেশে ইউরোপীয় ইউনিয়নের নাগরিকদের অবাধ চলাচল বন্ধে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে?
উঃ সুইজারল্যান্ড।
তথ্যঃ দেশটি ইইউ’র সদস্য নয় এবং দেশটির ৬৫% মানুষ প্রস্তাবটির বিরোধিতা করছে। ১৯৯২ সালে সুইজারল্যান্ড ইইউর সদস্য হতে চেয়েছিল।
প্রশ্নঃ ১৯৭১ সালের ১৭ এপ্রিল গঠিত অস্থায়ী সরকারের বঙ্গবন্ধুর পদ কী ছিল?
উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পদ ছিল রাষ্ট্রপতি।
প্রশ্ন:নাগোরনো – কারাবাখ সীমান্ত নিয়ে সম্প্রতি কোন দুই দেশের মধ্যে যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে?
উঃ আজারবাইজান ও আর্মেনিয়া।