Behind every atom of this world, hides an infinite universe.

গানেরই খাতায় স্বরলিপি লিখে

গানেরই খাতায় স্বরলিপি লিখে
বল কি হবে
জীবন খাতার ছিন্ন পাতায়
শুধু বেহিসাবে ভরে রবে।।
মন নিয়ে লুকোচুরি খেলে
কোন দিন যাবে পথে ফেলে।
ফুরাবে আমার এ গান যবে
আমায় কি গো ডেকে নেবে জানি
নেবে না নেবে না নেবে না।।
যে কুড়ায় কাঁচের গুড়ো
পথের ধারে ছিড়ে ফেলে
আঁচলে চন্দ্র ঢেকে
সে হয় খুশি পিদিম জ্বেলে
গানশুনে ভাল লাগে যারে
এত দেখে চেনো নিকো তারে।
ঠিকানা তোমার বল কবে
সুরের রেখায় এঁকে দেবে জানি
দেবে না দেবে না দেবে না।।

গান: গানেরই খাতায় স্বরলিপি লিখে
গীতিকার: গাজী মাজহারুল আনোয়ার
সুরকার: সুবল দাস
গেয়েছেন: মাহমুদুন্নবী
অ্যালবাম: স্বরলিপি
Title: Ganeri khayay Shorolipi hoye
Lyrics: Gazi Mazharul Anwar
Singer: Mahmudunnabi
Tuner: Subal Dash

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply