কোন কারণেই, কোন কারণেই
ফেরানো গে্লোনা তাকে
ফেরানো গেলোনা কিছুতেই
কোন বাঁধনেই, কোন বাঁধনেই
বাঁধাতো গেলোনা তাকে
বাঁধাতো গেলোনা কিছুতেই
সে যে হৃদয় পথের রোদে
একরাশ মেঘ ছড়িয়ে
হারিয়ে গেল নিমেষেই।।
কি কারণ যায়নি সে বলে
কি ভূল আমি, করেছি ভূলে
অজস্র বার আমি ক্ষমা চেয়েছি নিজে জ্বলে।
নিঃসিম আধারে পথ চলা
নিজের সাথেই কথা বলা,
বিষন্নতার, বন্ধু যখন চেতনাতে।
সে যে হৃদয় পথের রোদে
একরাশ মেঘ ছড়িয়ে
হারিয়ে গেল নিমিষেই।।
kono karone lyrics in bangla
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1