গীতিকার : পুলক বন্দ্যোপাধ্যায়
সুরকার : নচিকেতা ঘোষ
🎤 মান্না দে
ক’ফোটা চোখের জল ফেলেছো যে তুমি ভালবাসবে
ক’ ফোটা চোখের জল ফেলেছো যে তুমি ভালবাসবে
পথের কাঁটায় পায়ে রক্ত না ঝরালে
কি করে এখানে তুমি আসবে
ক’ ফোটা চোখের জল ফেলেছো যে তুমি ভালবাসবে
ক’টা রাত কাটিয়েছো জেগে
স্বপ্নের মিথ্যে আবেগে
ক’টা রাত কাটিয়েছো জেগে
স্বপ্নের মিথ্যে আবেগে
কি এমন দুঃখকে সয়েছো যে তুমি
এত সহজেই হাসবে
পথের কাঁটায় পায় রক্ত না ঝরালে
কি করে এখানে তুমি আসবে
ক’ফোটা চোখের জল ফেলেছো যে তুমি ভালবাসবে
হাজার কাজের ভীড়ে সময় তো হয়নি তোমার
শোনো নি তো কান পেতে অষ্ফুট কোন কথা তার
হাজার কাজের ভীড়ে সময় তো হয়নি তোমার
শোননি তো কান পেতে অষ্ফুট কোন কথা তার
আজ কেন হাহাকার করো
সে কথায় ইতিহাস গড়ো
কি সুখ জলাঞ্জলি দিয়েছো
যে তুমি সুখের সাগরে ভাসবে
পথের কাঁটায় পায় রক্ত না ঝরালে
কি করে এখানে তুমি আসবে
ক’ফোটা চোখের জল ফেলেছো যে তুমি ভালবাসবে
Music
SONG
Ka Phota Chokher Jal Phelechho lyrics
ARTIST
Manna Dey,Nachiketa Ghosh
ALBUM
Tumi Aar Deko Na – Sentimental Hits