The best and most beautiful things in the world cannot be seen or even touched — they must be felt with the heart.

— Helen Keller

ঐ বাজে প্ৰাণবন্ধের বাঁশি

ঐ বাজে প্ৰাণবন্ধের বাঁশি জয় রাধা বলে
কলসী নিয়া আয় গো সখী কে যাবে যমুনার জলে৷
অগুরু চন্দন চুয়া কাটরায় লও ভরিয়া
দিবা কালার অঙ্গেতে ছিটাইয়া৷
দেখিব কালার রূপ দাঁড়াইয়া কদম্ব মূলে৷
কলসী রাখিয়া কুলে মালা গাথি বনফুলে
ঐ মোহনমালা গাথি দিক প্রাণবন্ধুয়ার গলে৷
শুনি বাঁশি মন উদাসী ধৈৰ্য নাহি মানে
আমায় নিয়ে চলে গো ত্বরা যমুনার জলে৷
ভাবিয়া রাধারমণ বলে প্ৰেমানলে অঙ্গ জ্বলে
কুলবধূর কুল মজাইল কলসী ভাসিয়া গেল জলে৷৷

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply