Many of life’s failures are people who did not realize how close they were to success when they gave up.

— Thomas A. Edison

এ হাওয়া

E HAWA | MEGHDOL X HAWA FILM | ALUMINIUM ER DANA

রাত্রির ট্রেন
করুন শঙ্খের মতো
মায়ের মুখে
প্রথম শোনা গান

জন্মাবধি একটা অন্ধ নদী
ডুকরে কাদা
মুক্তি দিল গান

এ হাওয়া
আমায় নেবে কতদূরে
এ হাওয়া
আমি এখানে

কোথায় ছিলাম কোন শব্দের ভিতর
অক্ষর গুলো চূর্ন আলোয়

কোন আবেগে কোন নৈঃশব্দে
ধরবো তারে আমার প্রথম গান

এ হাওয়া
আমায় নেবে কতদূরে
এ হাওয়া
আমি এখানে

কোথায় থাকে হারানো সুর
রহস্য নীল, মেঘের বাগান

ফিরতি পথে।, মস্ত আকাশ
অস্ফুট সব , ধুলোর গান

এ হাওয়া
আমায় নেবে কতদূরে
এ হাওয়া
আমি এখানে

E HAWA lyrics| MEGHDOL X HAWA FILM | ALUMINIUM ER DANA

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply