দূরে তুমি দাঁড়িয়ে
সাগরের জলে পা ভিজিয়ে
কাছে যেতে পারি না
বলতে আজ পারিনা
তুমি আমার এখনো
সামনে তুমি দাঁড়িয়ে
কারো হাত জড়িয়ে
হাতটা ধরতে পারি না
কাছে টানতে পারি না
তোমার হাতে আজ অন্য কেউ
সাগরের পাড়ে হাত ধরে দেখছো
সূর্যডোবা আমি নেই
এখনো বৃষ্টি পড়ে তোমার মাঝে
সে বৃষ্টির ফোঁটা আমি নই
জানালার পাশে দাঁড়িয়ে তাকিয়ে আকাশে
সেখানে চাঁদটা নেই
এখনো বৃষ্টি পড়ে বৃষ্টিতে ভেজা
আমার পাশে তুমি নেই
সেই তুমি আজ আমার কাছে
আমার স্মৃতি ফিরিয়ে দিতে
আমি আজ কাঁদব না
হয়তো দু‘এক ফোটা
তবু বলবোনা ভালোবাসি
কোন এক ছোট্ট মিথ্যা
মুছে দিয়েছে সব আমার
আমার দেওয়া ঘড়ির
সময় গুলো মোছেনি
তুমি রক্তাক্ত আমি অপরাধী
আমার চোখের দিকে তাকিয়ে দেখো কাঁদছি আমি অসহায়
তোমায় হারিয়ে জীবনটা আমার কষ্টের গানে ডুবে হায়
জানি ফিরিয়ে নেবার কোন কারণ নেই তোমার এই জীবনে
তবুও এখনো তুমি সত্য এখনো এখনো আমার জীবনে
শিরোনামঃ ঈর্ষা
কন্ঠঃ তাহসান
অ্যালবামঃ কথোপকথন
dure tumi dariye lyrics bangla