আব্দুল আলিম – আমার মন রে গুনের ভাই
আমার মন রে গুনের ভাই-আই,
মরণ কালে, আল্লাহ বিনে বন্ধু কেউ নাই।
যত আছে ফেরেস্তারা, নিকটে দাড়াইয়া তার,
বলবে এসে তোমার রিজিক নাই।
আমল-নামা লইয়া মোরা,
বিদায় হইয়া যাই-আই।
মরণ কালে, আল্লাহ বিনে বন্ধু কেউ নাই।
আজরাইল আসিয়া যবে, বুকের উপর হাত চাপাবে,
রুহু কবজ করে নিবে, তাড়াতাড়ি নাই।
এত সাধের জমিদারি পড়ে রবে ভাই-আই।
মরণ কালে, আল্লাহ বিনে বন্ধু কেউ নাই।
ভাই-বন্ধু যত ইতি, কেউ না হবে সাথের সাথি,
একলা ঘরে রেখে তোমায়, হইবে বিদায়।
মুনকির-নকির বলবে এসে, উচিত জবাব চাই।
মরণ কালে, আল্লাহ বিনে বন্ধু কেউ নাই।
Abdul Alim – Amar Mon Re Guner Bhai Moron Kale Allah Bine lyrics
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1