আমার মন চোরারে কোথা পাই

কোথা যাই মন আজ কিসে বুঝাই
আমার মন চোরারে কোথা পাই।।

নিষ্কলঙ্ক ছিলাম ঘরে
কিবা রূপ নয়নে হেরে,
প্রাণে তো আমার ধৈর্য নাই।।
ও সে চাঁদ বটে কি মানুষ
দেখে হলাম বেহুঁশ।
থেকে থেকে ঐরূপ মনে পড়ে তাই।।

রূপের কালে আমায় দংশিলে
উঠিল বিষ ব্রহ্মমূলে,
কেমনে সে বিষ নামাই।
বিষ গাঁঠরি করা না যায় হরা
কি করিবে কবিরাজ গোঁসাই।।

মন বুঝে ধন দিতে পারে
কে আছে এই ভাবনগরে,
কার কাছে মোর প্রাণ জুড়াই।
যদি গুরু দয়াময় এই অনল নিভায়
লালন বলে কেবল সেই তাহার উপায়।।

amar mon chorare kotha pai lyrics

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Comments

Leave a Reply