When you do things from your soul, you feel a river moving in you and you feel joy

আমাকে নাও তোমার সঙ্গে, ওহে বন্ধু বাতাস জল তরঙ্গে আমাকে নাও

Amake Nao | Written and Composed by Debdeep | Lead Vocal – Soumik Chatterjee

আমাকে নাও তোমার সঙ্গে, ওহে বন্ধু বাতাস জল তরঙ্গে আমাকে নাও
নাও তোমার সঙ্গে, ওহে বন্ধু আদর মুঠো সন্ধ্যে, আমাকে নাও
নাও তোমার সঙ্গে, ওহে বন্ধু বাতাস জল তরঙ্গে আমাকে নাও
নাও তোমার সঙ্গে, ওহে বন্ধু আদর মুঠো সন্ধ্যে, আমাকে নাও
মোমের স্বপ্ন গুলো আগুন ছোঁয়াচ, তুমি নাও
শিশির শব্দ ছুঁয়ে চিঠির আওয়াজ তুমি নাও
না হয় হলোই সেটা কাগজের ফুল তাতে কিবা আসে যায়
নাহয় দু চোখ থেকে ফিরে গেল ঘুম তাতে কিবা আসে যায়
তুমি ও তো রোজ রোজ এ রাত গভীর, আরো গভীর বানাও
এখানে চাঁদের আলো চাঁদ পুড়ে ছাই, তুমি নাও
নাহয় টুকরো কিছু আলোতে দু হাত তাতে কি বা আসে যায়, নাহয় বন্ধু চিঠি আজকে লেখনি তাতে কি বা আসে যায়
তুমি ও তো মাঝে মাঝে আমায় দেখবে বলে নৌকো পাঠাও
তুমি ও তো মাঝে মাঝে হারানো নদীর মতো গুমরে কাটাও।।
নাও খেলনা বাস ট্রাম আমি অবেলা স্নানের কোলে ভাসতাম আমাকে নাও
নাও তোমার সঙ্গে ওই আঁধার মুখ চোরা আনন্দে আমাকে নাও
নাও তোমার সঙ্গে ওই বন্ধু বাতাস জল তরঙ্গে আমাকে নাও
নাও তোমার সঙ্গে ওই আঁধার মুখ চোরা আনন্দে

Amake Nao | Written and Composed by Debdeep | Lead Vocal – Soumik Chatterjee

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply