Two things are infinite: the universe and human stupidity; and I’m not sure about the universe.

— Albert Einstein

অন্তরে জাগিছো গো মা

::গান::–
অন্তরে জাগিছো গো মা

অন্তরে জাগিছো গো মা অন্তরযামিনী,
কোলে করে আছ মোরে দিবস যামিনী |
অধম সুতের প্রতি, কেন এত স্নেহপ্রীতি,
প্রেমে আহা ! একেবারে যেন পাগলিনী |
কখনো আদর করি, কখনো সবলে ধরি,
পিয়াও অমৃত, শুনাও সুমধুর কাহিনী |
নিরবধি অবিচারে কত ভালোবাসো মোরে,
উদ্ধারিছ বারে বারে, পতিতোদ্ধারিনী |
বুঝেছি এবার সার, মা আমার আমি মার্,
চলিব সুপথে সদা শুনি তব বাণী |
করি মাতৃস্তন্য পান, হব বীর বলবান,
আনন্দে গাহিব জয় ব্রাহ্মসনাতনী |

অন্তরে জাগিছো গো মা (গান) [Ontore Jagicho Go Ma (Song)]

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply