অপরকে ঘৃণার চোখে উপহাস করিও না, যেহেতু তাহারা তোমাদের অপেক্ষা ভাল হইতে পারে৷ অপরের ত্রুটি অনুসন্ধান করিও না, এবং একজনের অসাক্ষাতে নিন্দা করিও না৷ আল্লাহকে ভয় কর, যেহেতু আল্লাহ দয়ালু ও ক্ষমাকারী ৷ – 49/11/12

— আল কোরআন

স্তূপ

স্তূপ শুধু ময়লার হয় কি?
স্মৃতির হতে কি হয় না?
হলে তো বেশ হতো,
অতীত নামক দুঃস্বপ্ন টাকে তাহলে,
স্তূপ বানিয়ে বাইরে ফেলে আসতাম।

সুক্তা✏️

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply