It is during our darkest moments that we must focus to see the light

— Aristotle

সর্বাঙ্গে স্বার্থহীনতা

#কাব্যগ্রন্থ_অবান্তর_নীলা

#শাওন_মল্লিক

তোমার সুখের সাথে ….
চলছে আমার বরফের মতো শীতল স্নায়ুযুদ্ধ…
কায়াহীন গভীর খাঁদ…
অনিবার্য প্রাসঙ্গিকতায় সৃষ্ট কম্পনের
অনুভূতির নিম্নমানের নির্মাণসামগ্রীর নিম্নচাপ….
ধোঁয়া বেরুচ্ছে….
অশ্রুসিক্ত চোখ লাল বর্বরোচিত কাঠগোলাপ…..
কুয়াশাজড়ানো
স্বপ্নের কথা বারবার বলে ওঠে…
মেঘের ঝড়ে পড়া.….
রক্তমাংসের গলে যাওয়া সময়েরই ইঙ্গিত…
পচা গলা দেহ….
কি দুর্গন্ধের আভাস মিলে চলেছে..
এই মাঝ রাতে…
আমি চলে যাবাে মৃত্যুর মিছিলের
ওপারে….
অশ্রুপাতে আর স্পর্শকাতর হবাে না
তখন….
ভীন্নতার সৃষ্টি সুখের উল্লাসে
কবিতার মহামারী আকারে ছড়িয়ে
যাবাে একাকীত্বের গহীনে…

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply