Success usually comes to those who are too busy to be looking for it.

— Henry David Thoreau

শিহরণ

সপ্নপূরণে মন্ত্রের খুঁজে আগামীর পথ ধরি
বাস্তববতার সবই যেন কঠিন কোনো কাল সাজি
শূন্যতার মেঘ বাদল ছাড়াই গড়িয়ে পরে
বৃষ্টি কখন যেন বন্যার রূপ তুলে।
বেঁচে থাকার সুযোগে অনেক ইচ্ছে হাতছাড়া
নতুন সিলেবাসে নতুনভাবে হয় নিজেকে গড়া,
এই যেন মাটি ছাড়াই হাওয়া ভেসে বেড়ানো,
কোনো কথাই গায়ে আঘাতের চিহ্ন বসায় না
শক্ত শরীরের মোমের মায়া খাটে না।
আরতি তে শঙ্খের ডাক কাছে টানে না
আযানের ধ্বনি রোমাঞ্চকরতার সঞ্চার করে না
কেমন নিষ্ক্রিয় হয়ে থাকে ভিতর
সংযোগে সংযুক্ত থাকতে চায় না।
না জানা এই বেনিয়মেয় খেলা,
তবুও একে লিখতে হয় অংশীদারিত্বের দলিলে
আমার প্রতিদিনের দিনপঞ্জিকার কোনো এক আড়ালে।
ভাবি,এই তো সূচনা
এতেই থেমে গেলে কেমন হবে মহৎ কোনো রচনা!
সীমিতকরণের ঊর্ধ্বে আমি
সামান্য এই পীড়নে হয় না এখন ভেঙে পড়া।
সময় গেলে সাধন হবে না
সবার মন রাখতে গেলে বাঁচতে হবে না
তাই নিজের ভাবনাকে মহৎ করি
একাই মনের নতুনত্ব খুঁজে ফিরি।
….
কলমেঃশাহনাজ রহমান প্রমি

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply