রাধা কি জানে না কেন বাঁশি বাজে?
দূরে দূরে থাকে শুধু বিরহের সাজে।।
শিশিরে ভেজা রাত বাড়িয়ে দিয়ে দু-হাত
আড়াল করে আবার যতো তার অজুহাত
বাঁশি পুড়ে মরে একা বেদনায় দুচোখ মাখা
সে তো জানে সব কিছুই মানে না শুধু লাজে।।
মন কে কতো বোঝাই কতো অনুযোগ সাজাই
বাঁধা পড়ি প্রতিবার তার পথ চেয়ে যাই
আগুনে ভেজা বাঁশি ধোঁয়া সুর পাশাপাশি
আজো বাজালে হায় বুকে রাধা বাজে।।
Krishna Janmashtami Songs | Radha Ki Jane Na lyrics | Bangla Sad Song । Arunasish Roy | রাধা
What’s your Reaction?
+1
2
+1
+1
+1
+1
+1
+1