Live as if you were to die tomorrow. Learn as if you were to live forever.

মোহ

মাটি নিজের ধর্ম রাখে ক্ষমায়।
আমরা দেখি দূরের পরিক্রমায়
যেমন ছবি পাঠায় উপগ্রহ,
এই যে বাঁচা সন্ধানে সন্ধানে
শব্দ ছাড়া কী ছিল, তার মানে?
কাব্য ছাড়া কী হতো, তার দ্রোহ?
আজ একজন নিজের জীবন লিখে
রাখল পালন অক্ষরে, সবদিকে।
তার প্রতি তাই সমস্ত সম্মোহ।
এবার যেন অন্ত হলেই ভাল।
শরীরে বাঁধ, আরুণি উদ্দালক
বরণ করুক জলের অবরোহ…
গ্রন্থ থেকে গ্রন্থি এনে শিরায়
ভাসলো মাটি গহনে, গম্ভীরায়
এখন আমার একটি কেবল মোহ –
যাব যখন শেষ আগুনের বাঁকে,
তখন যেন বুকের ওপর থাকে
শঙ্খ ঘোষের কবিতাসংগ্রহ।

Srijato Bandyopadhyay

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply