It is during our darkest moments that we must focus to see the light.

— Aristotle

মাঝরাতে চাঁদ যদি আলো না বিলায়

মাঝ রাতে চাঁদ যদি আলো না বিলায়
ভেবে নিবো আজ তুমি চাঁদ দেখনি,
আকাশের নীল যদি আধাঁরে মিলায়
বুঝে নিবো তারে তুমি মনে রাখনি….।।
আকাশের বুক ছিরে যদি ঝরে জল বুঝে নিব
অভিমানে তুমি কেঁদেছো
সরবরে যদি ফোটে রক্ত কমল
অনুভবে বুঝে নিবো মান ভেঙ্গেছ…..।।
মাঝ রাতে চাঁদ যদি আলো না বিলায় ভেবে নিবো আজ
তুমি চাঁদ দেখনি,
আকাশের নীল যদি আধাঁরে মিলায়
বুঝে নিবো তারে তুমি মনে রাখনি…….।।
রুপালী বিজলী নিরব থাকে
কেঁদনা ভেব শুধু আমিতো আছি
সপ্ন লোকেতে যদি মুয়ুরী ডাকে
বুঝে নিয়ো আমি আছি কাছাকাছি…..।।
মাঝ রাতে চাঁদ যদি আলো না বিলায়
ভেবে নিবো আজ তুমি চাঁদ দেখনি,
আকাশের নীল যদি আধাঁরে মিলায়
বুঝে নিবো তারে তুমি মনে রাখনি…….
মাঝরাতে চাঁদ যদি আলো না বিলায়
শিল্পীঃ সাইদ হাসান টিপু,
ব্যান্ডঃ অবসকিউর।

majhrate chad jodi lyrics

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply