মাখন চুরি ছেলেবেলায়














































































If you tell the truth, you don’t have to remember anything.

— Mark Twain

মাখন চুরি ছেলেবেলায়

মাখন চুরি ছেলেবেলায়
Makhon Churi Chelebelay
ছায়াছবি: বদনাম
কথা: পুলক বন্দ্যোপাধ্যায়
সঙ্গীত: বাপ্পী লাহিড়ী
শিল্পী: অনুরাধা পাড়োয়াল
ও ও ও ও ও ও ও ও
মাখন চুরি ছেলেবেলায়
হৃদয় চুরি বড় বেলায়
হয়না তবু তোমার বদনাম
তোমার এ কি লীলা ঘনশ্যাম (৬)
সূর্য ওঠে ডোবে তোমার কথায়,
নদী বয়ে চলে জোয়ার ভাটায়।।
তুমি সবখানে তবু তোমায়
কেন দেখেনা ধরাধাম
তোমার এ কি লীলা ঘনশ‍্যাম।।
হো হো মাখন চুরি ছেলেবেলায়
হৃদয় চুরি বড় বেলায়
হয়না তবু তোমার বদনাম
তোমার এ কি লীলা ঘনশ্যাম।

makhon churi chele belay lyrics

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply