সবাই চলে গেলে শুন্যতা জমে উঠে
বুকের ভেতর বাজে কারো কারো গান
এসব অর্থহীন স্বপ্ন মনে হয়
কারো ফেলে যাওয়া ফুল তুলে নেই আমি
তখন রাত্রির বুকে অন্ধকারে এক
পরিচিত সুর ভেসে এলে
মনে পড়ে নারে
মনে পড়ে নারে নারে না
মনে পড়ে না, রাত্রি নামছে ধীরে
তারপর দীর্ঘরাত, অবশেষে ভোর
হারানো সমুদ্রের পাড়ে নাবিকের গান
বাতাসে কিছু সুর ভেসে আসে
শোকে মগ্ন বুকেরই পাশে
তখন রাত্রির বুকে অন্ধকারে এক
পরিচিত সুর ভেসে এলে
মনে পড়ে নারে
মনে পড়ে নারে নারে না
মনে পড়ে না, রাত্রি নামছে ধীরে…
Track: Mone Pore Nah?
Band: Stentorian
Album: Protimuhurtey
Mone Pore Nah lyrics – Stentorian
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1