Life is never fair, and perhaps it is a good thing for most of us that it is not

— Oscar Wilde

ভালো আছি আমি

সময় গড়াচ্ছে, বদলাচ্ছে দিনপঞ্জিকার পাতা
দিনে দিন মিলে সপ্তাহ,পরে মাসে,
বদলায় বছরের হিসেবের খাতা
সাথে প্রবাহিত হচ্ছি আমিও
উল্টাচ্ছি বেচে থাকার কঠিন বাস্তবতার পাতা।
আমার একলা ঘরে অনেক ভারী লাগে বুক
শান্ত বাতাস কাঁদিয়ে তুলে আমায়
আমার এখন কোলাহলেই মন বসে
প্রসন্নতার দুয়ারে দাড়িয়ে থাকতেই ভালো লাগে।

পরক্ষণেই উপলব্ধি করি
আবারও সূর্য ডুবে যাবে,নিরবতায় লুকিয়ে যাবে সব
আমি একাই হয়ে থাকবো চোখ খোলা।
তবে,
আমি অনেক ভালোই থাকি
দিনের আলোয় অসচ্ছলতা হতে দূরে
কাঙ্খিত একান্ত ইচ্ছা পূরণের খেলায় বাগ্দত্ত আমিও
ভয় লাগে,মনে জাগে সংশয়
তবুও প্রকৃতির এক না থামা পথ চলা
আমায় হতে দেয় না ছন্নছাড়া।

আমি ভালোই আছি
নিজেকে নিজের মতো মানিয়ে নিয়েছি
কল্পনার মায়াজাল হতে বেরিয়ে গেছি
আমি মুখরতার পিছু ছুটছি,ভালো থাকার কারণ নিজেই সাজিয়ে নিচ্ছি।
না পাওয়ার স্মৃতি আমার খোলা জানালায় দেয় উঁকি
আমি তার সাথে খেলছি লুকোচুরি।
ভালোবাসা মুক্ত আকাশ
ডানা মেলার পূর্বাবাস
মায়া, বন্দি করে রাখে হতাস,
আমি পার্থক্য করতে জেনেছি।

আমি নিঃশব্দে,
আকাশের উজ্জ্বল তারার মতো,
নদীর স্রোতের মতো,সাগরের উত্তাল ঢেউয়ের মতো,
নিজের মুহুর্তের কথা ডায়েরিতে সাজিয়ে রাখছি।
তবে,
আমি ভালোই আছি।
……..
কলমেঃশাহনাজ রহমান প্রমি

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply