God turns you from one feeling to another and teaches by opposites, so that you will have two wings to fly, not one.

ভালোবাসা ভালো লাগা এক নয়

চোখেতে অনেক ছবি ভালো লাগে
আপন করে পেতে সাধ যে জাগে।
তবু ভালোবাসা ভালো লাগা এক নয়
ভালোবাসা ভালো লাগা এক নয়।
রংধনু রং শুধু প্রাণেতে ঝরে
উদাসী মনকে বিভোর করে
তবু ভালোবাসা ভালো লাগা এক নয়
ভালোবাসা ভালো লাগা এক নয়।
হয়ত আমার কথা সুন্দর,
হয়ত আমার গান মিষ্টি।
হয়ত আমার প্রেম নির্ঝর
যাদুভরা দু’চোখের দৃষ্টি।
হৃদয়ের ভাষা বোঝা বড় দায়
ভুল করে অনেকেই প্রেমে পড়ে যায়
তবু ভালোবাসা ভালো লাগা এক নয়
ভালোবাসা ভালো লাগা এক নয়।”
অবুঝ এ মন একটি স্বপ্নকে ভালোবেসে
এগিয়ে চলে সে তো ভাবাবেশে।
ফুল তো ফুঁটবেই বাগানে,
ছুটে ছুটে আসবেই অলি।
যখনই জ্বলবে দীপ আঁধারে,
যাবে তো পতঙ্গ জ্বলি।
যদিও ওই কথা মিথ্যে নয়
ভালো লাগা শেষে ভালোবাসা হয়।
তবু ভালোবাসা ভালো লাগা এক নয়
ভালোবাসা ভালো লাগা এক নয়।
চোখেতে অনেক ছবি ভাল লাগে
আপন করে পেতে সাধ যে জাগে
তবু ভালোবাসা ভালো লাগা এক নয়
ভালোবাসা ভালো লাগা এক নয়

chokhete onek chobi bhalo lage lyrics

valobasha valo laga ek noy lyrics

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply