ভালবাসি তোমার ওই রোদ্দুর হাসি
দেখে স্বপ্ন কাটে আমার দিবা নিশি,
কি হল আজ আমি ভেবে না পাই
সব হারালেও শুধু তোমাকে চাই।।
সব উপমা শেষে তুমি
তুমি আমার একটাই তুমি,
কতশত ভুল আজ নিত্য চারিপাশে,
ভুলগুলো ফুল হয়ে ফিরে আসে।
জোছনার এই রাত জাগে আমারি সাথে
দীঘির জলধারা তোমার ছবি আঁকে,
কোথায় আমার আজ ঘুম হারাল
স্বপ্ন হয়ে তবু দু’হাত বাড়ালো।
— নীরব
bhalobashi tomar oi roddur hashi lyrics
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1
Leave a Reply
You must be logged in to post a comment.