তোমাদের হস্তদ্বয়কে ধ্বংসের পথে ফেলিও না অর্থাৎ আত্মহত্মা করিও না৷ -4:29

— আল কোরআন

বুঝিনি এতটুকু তোমাকে হারিয়েছিলাম স্বপ্নের ঘোরে

বুঝিনি এতটুকু তোমাকে
হারিয়েছিলাম স্বপ্নের ঘোরে
কতটা পথ ঘুরে এসেছি
তুমি বন্ধু আমার ছিলে পাশে
মেঘের পরে আলোর ভীড়ে
তুমি প্রথম চেয়েছিলে
বুঝিনি আমি তোমাকে দেখে
রেখেছ যে কত মায়া-প্রেম
বুঝতে দাও নি কোন আমাকে
সাজিয়েছ যা হৃদয়ে
ছাঁয়া হয়ে ছিলে পাশে
বল কি করে যাব তোমায় রেখে
———–তাহসান

bujhini etotuku tomake lyrics

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply