Success is not in what you have, but who you are.

— Bo Bennett

বুঝিনি এতটুকু তোমাকে হারিয়েছিলাম স্বপ্নের ঘোরে

বুঝিনি এতটুকু তোমাকে
হারিয়েছিলাম স্বপ্নের ঘোরে
কতটা পথ ঘুরে এসেছি
তুমি বন্ধু আমার ছিলে পাশে
মেঘের পরে আলোর ভীড়ে
তুমি প্রথম চেয়েছিলে
বুঝিনি আমি তোমাকে দেখে
রেখেছ যে কত মায়া-প্রেম
বুঝতে দাও নি কোন আমাকে
সাজিয়েছ যা হৃদয়ে
ছাঁয়া হয়ে ছিলে পাশে
বল কি করে যাব তোমায় রেখে
———–তাহসান

bujhini etotuku tomake lyrics

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply