Binodini Go Lyrics In Bengali
বিনোদিনী গো তোর
বৃন্দাবন কারে দিয়ে যাবি
মধুর বৃন্দাবন কারে দিয়ে যাবি
মধুর বৃন্দাবন কারে দিয়ে যাবি
বিনোদিনী গো… তোর
বৃন্দাবন কারে দিয়ে যাবি
পুরুষ ভোমোরা জাতি
কান্দিলে কি হবে গো
কান্দিলে কি হবে
ও তুই পরের জন্য এতো করলি
পরের জন্য এতো করলি
পরে কী দাম দিবে গো
তোর বৃন্দাবন কারে দিয়ে যাবি
মধুর বৃন্দাবন কারে দিয়ে যাবি
বিনোদিনী গো তোর
বৃন্দাবন কারে দিয়ে যাবি
ভাইবে রাধারমন মন কান্দে
নদীর কূলে বইয়া গো রাধে
নদীর কূলে বইয়া
আমি পার হইমু পার, হইমু বলে,
পার হইমু পার, হমু বলে,
দিন তো গেল বইয়া রে
তোর বৃন্দাবন কারে দিয়ে যাবি
মধুর বৃন্দাবন কারে দিয়ে যাবি
বিনোদিনী গো তোর
বৃন্দাবন কারে দিয়ে যাবি
মধুর বৃন্দাবন কারে দিয়ে যাবি
বিনোদিনী গো তোর
বৃন্দাবন কারে দিয়ে যাবি
Lyrics & Tune : Radharaman Dutta
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1
Leave a Reply
You must be logged in to post a comment.